অপো’র নতুন ফোনে ছবি থেকে মুছে দেবে অপ্রয়োজনীয় বস্তু

৫ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১৪  

বাংলাদেশের বাজারে এআই প্রযুক্তির মুঠোফোন রেনো১২ এফ ৫জি উন্মোচন করেছে অপো। ৪২,৯৯০ টাকা মূল্যের এই ডিভাইসটি রেনো১২ সিরিজের নতুন সংযোজন। বলা হচ্ছে, প্রথম থেকে ৫০ মাস পর্যন্ত নির্বিঘ্নে ব্যবহার করা যাবে ফোনটি।

অপো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিভাইসটির এআই ইরেজার ২.০ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফোনে তোলা ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলতে পারবেন। ফলে প্রতিটি শট হবে নিখুঁত। গ্রুপ সেলফির মধ্যে কোনো পথচারীর ছবি অনাকাঙ্ক্ষিতভাবে চলে এলে তা মুছে ফেলা যাবে সহজেই। এআই ম্যাজিক স্টুডিও ফিচারের সাহায্যে একটি মাত্র ছবি থেকে ছুটির দিন বা ফ্যাশনের থিমযুক্ত শৈল্পিক ছবি তৈরি করার পাশাপাশি সহজে শেয়ার করা যাবে। এআই স্মার্ট ইমেজ ম্যাটিং ২.০ ফিচারের মাধ্যমে অ্যাপের মধ্যেই খুব দ্রুত মানুষ ও পোষা প্রাণীর ছবি বাদ দিয়ে ইমোজি, স্টিকার ও ব্যাকগ্রাউন্ড যোগ করা যাবে।

অপো’র দাবি অপো’র এআই লিঙ্কবুস্ট প্রযুক্তি দুর্বল সিগনাল ও নেটওয়ার্কের সমস্যা দূর করে সংযোগের মানকেও উন্নত করবে।  এছাড়া বিকনলিঙ্ক আপনাকে মোবাইল সিগনাল ছাড়াই ভয়েস কল করার সুবিধা দেবে।

ডিভাইসটিতে রয়েছে, ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তি। এতে সংযুক্ত আছে ৪৫ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং জানিয়েছেন, দেশজুড়ে বিস্তৃত অপো আউটলেট থেকে রেনো১২ এফ ৫জি ডিভাইসটি কিনলেই গ্রাহকরা বিশেষ উপহার হিসেবে পাচ্ছেন ২ বছরের ওয়ারেন্টি, একটি ছাতা এবং এক্সক্লুসিভ মেম্বার রিওয়ার্ডস। অ্যাম্বার অরেঞ্জ ও অলিভ গ্রিন - দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে অপো রেনো১২ এফ ৫জি (১২জিবি+২৫৬জিবি)।